ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

ঢাকায় আজকের কর্মসূচি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:০৩ এএম ঢাকায় আজকের কর্মসূচি

রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও (বুধবার, ৩ সেপ্টেম্বর) সরকারি-বেসরকারি সংগঠন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ আয়োজনগুলো:

বিএনপির কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় গুলশানের হোটেল লেকশোরে জুলাই মাসের গণ-অভ্যুত্থান নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ছাত্রদলের কর্মসূচি
নারী নিপীড়নের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের নারী নেত্রীরা বেলা ১১টায় সুপ্রিম কোর্ট চত্বরে (গণপূর্ত অধিদফতরের বিপরীতে) মানববন্ধন আয়োজন করেছেন।

মানববন্ধন
জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় ‘মূল্যবোধ আন্দোলন’ নামের একটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলন
ডাকসু নির্বাচনে স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করবেন। এতে তিনি নির্বাচনী পরিস্থিতি ও নিজের কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!