রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা। গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর শনিবার (৩০ আগস্ট) সকাল থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকালে কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি থাকলেও জাতীয় পার্টি কিংবা অন্য কোনো দলের নেতাকর্মীকে দেখা যায়নি। রমনা থানার উপপরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল আটটা থেকে তারা দায়িত্ব পালন করছেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেখানে অবস্থান করবেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানা ও রাজারবাগ পুলিশ লাইন থেকে এসেছেন।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন সংগঠনের সভাপতি নুরুল হক নূর। পরে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরের মুখ ও বুক রক্তে ভিজে গেছে এবং নাক ফেটে গেছে। স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়ার দৃশ্যও প্রকাশিত হয়।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, চিকিৎসকরা নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়েছে বলে জানিয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :