ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

বিপুল ভোটের ব্যবধানে ডাকসুর নতুন ভিপি সাদিক

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:০৩ এএম বিপুল ভোটের ব্যবধানে ডাকসুর নতুন ভিপি সাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী মো. আবিদুল ইসলাম খানকে তিনি হারিয়েছেন ৮ হাজার ৩৩৪ ভোটে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, সাদিক কায়েম পান ১৪ হাজার ৪২ ভোট। আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পান ৩ হাজার ৩৮৯ ভোট এবং শামীম হোসেন পান ৩ হাজার ৬৮১ ভোট।

এরই মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল ইসলাম খান ও উমামা ফাতেমা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়। এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!