ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ভিপি নয়, বন্ধু হতে চান ডাকসুর সাদিক কায়েম

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:০৬ এএম ভিপি নয়, বন্ধু হতে চান ডাকসুর সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হলেও নিজেকে ভিপি নয়, বরং বড় ভাই, বন্ধু ও সাধারণ ছাত্র হিসেবে পরিচয় দিতে চান সাদিক কায়েম। নির্বাচিত হওয়ার পর তিনি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এই নেতা।

সাদিক কায়েম বলেন, “জয়-পরাজয় কোনো বিষয় নয়। এই নির্বাচনের মাধ্যমে আসল বিজয়ী শিক্ষার্থীরাই। জুলাই আন্দোলনের স্বপ্ন পূরণের পথ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আমাদের ওপর নেতৃত্বের যে দায়িত্ব দিয়েছেন, তা আমরা পূরণ করব।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, “আমি ভিপি হিসেবে নয়, একজন বড় ভাই, বন্ধু ও সহপাঠী হিসেবে সবার পাশে থাকতে চাই। স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাব।”

সব ধর্ম-বর্ণের শিক্ষার্থীদের একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার জানিয়ে সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তারা। শিক্ষার্থীদের আবাসন, খাদ্য, স্বাস্থ্য ও নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও জানান, জুলাই আন্দোলনের সহযোদ্ধারা ও নির্বাচনী লড়াইয়ে থাকা সঙ্গীরা ভবিষ্যতে যেকোনো ভুল সিদ্ধান্ত ধরিয়ে দেবেন—এমন প্রত্যাশাও রাখেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে দেখা যায়, ভিপি পদে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হন সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!