পার্বত্য বান্দরবানের লামা উপজেলায় তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। অনুষ্ঠানে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলা উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন তার বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন তিনি।
সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল সরকারি সেবা, টাইফয়েড ভ্যাকসিন, জন্মনিবন্ধন, তথ্য অধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার এবং ‘নতুন কুঁড়ি-২০২৫’-এর সময় বৃদ্ধি বিষয়ে আলোচনায় দিকনির্দেশনা দেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :