ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

কটিয়াদীতে জামিয়াতুস সুন্নাহর ভিত্তি প্রস্তর স্থাপন

কালের সমাজ | কিশোরগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:৫৮ পিএম কটিয়াদীতে জামিয়াতুস সুন্নাহর ভিত্তি প্রস্তর স্থাপন

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের দেওপাশা (কুলু বাড়ী) গ্রামে আল জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাসউদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা তাহের উদ্দিন, শিক্ষা সচিব হাফেজ মাওলানা আল আমিন, মোমেন বাড়ী জামে মসজিদের ইমাম মুফতি শাব্বীর আহমদ, মাদরাসার মোতাওয়াল্লী মো. মুজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০২৬ সালের জানুয়ারি থেকে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!