দিনাজপুরের ঘোড়াঘাটে রাজিয়া চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের হারানো টাকা উদ্ধার করেছে পুলিশ।
চলতি বছরের জানুয়ারিতে বিদায় অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীরা একটি ফেসবুক পেজ “Imanni Surahin Tuba” থেকে একরকম ড্রেস অর্ডার করেন। অর্ডারের জন্য তারা বিকাশের মাধ্যমে মোট ২২ হাজার ৪০০ টাকা অগ্রিম প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পরপরই পেজটি ডিএ্যাকটিভ হয়ে যায় এবং যোগাযোগ নম্বরও বন্ধ হয়ে যায়।
ঘটনাটি জানার পর স্কুলের সহকারী শিক্ষক মো. আল মামুন মিয়া গত ৫ ফেব্রুয়ারি ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটনের বাকলিয়া এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করে শিক্ষার্থীদের হাতে ফেরত দেয়।
দীর্ঘ সময় পর টাকা ফিরে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। এ প্রসঙ্গে সহকারী শিক্ষক আল মামুন মিয়া বলেন, “আমরা টাকার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পুলিশ যে নিরলসভাবে চেষ্টা চালিয়ে গেছে এবং অবশেষে টাকা উদ্ধার করে আমাদের হাতে তুলে দিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :