সরকারি কলেজে শিক্ষক নিয়োগের জন্য বিশেষ ৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশেষ এ বিসিএসের মাধ্যমে ৬৮৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শুধু ঢাকা কেন্দ্রেই পরীক্ষা আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরীক্ষার আসন বিন্যাস, সময়সূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা শিগগিরই পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও জাতীয় দৈনিকগুলোতে প্রকাশ করা হবে।
কালের সমাজ//র.ন


আপনার মতামত লিখুন :