ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ভৈরব-কুলিয়ারচর সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৭:৪০ পিএম ভৈরব-কুলিয়ারচর সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার সীমানায় রেললাইনের পাশে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টার দিকে কুলিয়ারচরের লক্ষ্মীপুর ও ভৈরবের আকবরনগর এলাকার মাঝামাঝি রেলপথের ধারে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা, ভৈরব থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবক ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআই টিম তদন্ত করছে।”

কালের সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!