ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

কালের সমাজ | বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:২৭ পিএম ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আলোচনার মাধ্যমে পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন দিক নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য— বিজয়া দশমীতে দ্রুত প্রতিমা বিসর্জনের জন্য ঘাট প্রস্তুত রাখা, পূজার সাতদিন মদের দোকান বন্ধ রাখা, ডিজে গান নিষিদ্ধ করে ধর্মীয় সংগীত ও আরতি প্রতিযোগিতা আয়োজন, নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা, বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা।

এছাড়া পূজার সময়ে শহরের চকবাজার ঘাটহাট বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়।

জেলা প্রশাসক সভায় বলেন, “সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

সভায় অংশ নেওয়া পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!