ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:০৩ পিএম সাতক্ষীরায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলার অনার্স ও মাস্টার্স কলেজ এবং ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দের সমন্বয়ে শিক্ষার মনোনয়ন করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ।

সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়া শ্রেণিকালীন সময়ে বিদ্যালয়ের ফটক তালাবদ্ধ রাখতে হবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো শিক্ষক বাসা বা অন্য কোনো স্থানে কোচিং পরিচালনা করেন, প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হবে ।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধূমপান প্রতিরোধে পদক্ষেপ নেওয়া জরুরি। বর্তমানে কোচিং একটি ফ্যাশনে পরিণত হয়েছে, কিন্তু অভিভাবকদের মানসিকতা পরিবর্তন করে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার দিকে মনোনিবেশ করানো প্রয়োজন। তিনি আরো বলেন ক্লাসে উপস্থিতি নিশ্চিত ও ১০০% নকলমুক্ত পরীক্ষা গ্রহণ করতে হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!