ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

এনায়েতপুরের কৃতী সন্তান শাহিন আলম ডাকসু নির্বাচনে বিজয়ী

কালের সমাজ | রাকিব আল হাসান, সিরাজগঞ্জ উল্লাহপাড়া প্রতিনিধি সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:৫৫ পিএম এনায়েতপুরের কৃতী সন্তান শাহিন আলম ডাকসু নির্বাচনে বিজয়ী

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরের সন্তান মোঃ শাহিন আলম এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ের মাধ্যমে গৌরব অর্জন করেছেন। এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ২০১৭ সালের এসএসসি ব্যাচের মেধাবী শিক্ষার্থী শাহিন আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সালিমুল্লাহ মুসলিম হলের সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকার মানুষ উচ্ছ্বসিত। স্থানীয়ভাবে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, ছোটবেলা থেকেই শাহিন পড়াশোনা, সাংগঠনিক কাজ ও নেতৃত্বগুণে নিজেকে আলাদা করে তুলেছিলেন।

শাহিন আলমের পরিবার বলেন, “আমরা তার এই অর্জনে গর্বিত। আশা করি সে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।”

অন্যদিকে সহপাঠীরা জানান, “ডাকসু নির্বাচনে এনায়েতপুরের একজন ছেলে জয় পাওয়ায় আমরা সবাই গর্বিত। এটি আমাদের এলাকার জন্য বড় একটি সম্মান।”

স্থানীয় মানুষের মতে, শাহিন আলমের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং এনায়েতপুর ও সিরাজগঞ্জের।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!