ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

কালের সমাজ | ফরিদপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৫৮ এএম ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো ভাঙ্গায় সড়ক অবরোধ চলছে। এতে ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের মানুষজন অবরোধে নামেন। পরে পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দারাও এতে যোগ দেন।

আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় বিল্লাল মাতুব্বর। তিনি জানিয়েছেন, প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চলবে। তার ভাষায়, “আমাদের এই আন্দোলন ভিটেমাটি রক্ষার, বেঁচে থাকার—এটি জীবন-মরণ সংগ্রাম। আমরা ভাঙ্গার সঙ্গেই থাকতে চাই।”

স্থানীয়রা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। মূল দাবি একটিই—নির্বাচন কমিশনের প্রকাশিত নতুন গেজেট বাতিল করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া।

এদিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, উপজেলা চত্বর ঘেরাওয়ের হুমকি পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। তিনি বলেন, কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, একটি স্বার্থান্বেষী মহল আন্দোলনকারীদের নামে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল। তবে এখন পর্যন্ত গেজেট বাতিলের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। স্থানীয়রা এখনও সড়ক অবরোধ চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি আগে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন নতুন গেজেট প্রকাশ করে দেশের ৪৬টি আসনের সীমানা পরিবর্তন করে। সেই অনুযায়ী ফরিদপুর জেলার দুটি আসনের সীমানায় পরিবর্তন আসে। এতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!