ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:০৮ পিএম দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মিথ্যা তথ্য দিয়ে রাজউকের প্লট নেওয়ার অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সকালে খায়রুল হককে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী মোনায়েম নবী শাহিন জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

গত ৬ আগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অন্যান্য আসামি হলেন—রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ.ই.ম. গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।

মামলার নথি অনুযায়ী, প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে খায়রুল হক মিথ্যা তথ্য দিয়ে রাজউকের ১০ কাঠা প্লট বাগিয়ে নেন। নিয়ম ভঙ্গ করে তিনি হলফনামা দাখিল করে প্লট বরাদ্দ নেন এবং পরবর্তীতে শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করেননি। অবসরের পর তিনি সুদ ছাড়া কিস্তির টাকা জমা দেন, ফলে সরকার প্রায় চার লাখ ৭৪ হাজার টাকার ক্ষতির মুখে পড়ে।

এর আগে গত ২৪ জুলাই ভোরে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেদিনই যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগে করা আরও দুটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ড শেষে ৭ আগস্ট থেকে তিনি কারাগারে আছেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!