ডাকসু নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, সদর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. আজহারুল ইসলাম। তিনি এর আগে নাসিরনগর থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।
গত সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওসি মোজাফফরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। তাতে লেখা ছিল— “মেধাবীদের জন্য শুভ কামনা। শুভ কামনা রইল ২১, ১৭, ০৮।”
উল্লেখ্য, ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ ছিলেন ২১ নম্বর ব্যালটে, জিএস প্রার্থী তানভির বারী হামিম ১৭ নম্বর ব্যালটে এবং এজিএস প্রার্থী তানভির আল হাদী মায়েদ ছিলেন ৮ নম্বর ব্যালটে।
রাজনৈতিকভাবে স্পর্শকাতর এ পোস্ট প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি জানাজানি হলে তিনি মঙ্গলবার সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে মোজাফফর হোসেন উল্লেখ করেন, তার ফেসবুক আইডি হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই পোস্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন।
জিডিতে আরও বলা হয়, নিজের আইডি থেকে তিনি ওই পোস্ট খুঁজে পাননি। তার সরকারি আইডি হ্যাক হয়েছে বলে ধারণা করছেন। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার অনুরোধও জানান।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :