ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে প্রথম তিন ঘণ্টায় ভোটগ্রহণে ৩৫ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোট দিচ্ছেন প্রধানত বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা জানান, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মোট দুই হাজার ২৮০টি ভোট পড়েছে। কেন্দ্রে মোট ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রতি বুথে তিন ঘণ্টায় প্রায় ১২০ জন ভোট দিয়েছেন।
তিনি আরও জানান, এই ধারা বজায় থাকলে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটির ভোটগ্রহণ শেষ হতে পারে। টিএসসি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা পাঁচ হাজার ৬৬৫ জন। ভোটগ্রহণ শুরুর আগ থেকেই নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কালের সমাজ/ সা এ
আপনার মতামত লিখুন :