ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে বিভূতিভূষণ ও আলবেয়ার কাম্যুর সাহিত্য নিয়ে অনবদ্য আলোচনা

কালের সমাজ | কালের সজাম ডেস্ক জুলাই ১৯, ২০২৫, ০৪:৫৪ পিএম ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে বিভূতিভূষণ ও আলবেয়ার কাম্যুর সাহিত্য নিয়ে অনবদ্য আলোচনা

ব্র্যাক ব্যাংকের পাঠপ্রেমী কর্মকর্তাদের অংশগ্রহণে সম্প্রতি রাজধানীর সেপাল টাওয়ার ও অনিক টাওয়ারের রিডিং ক্যাফেতে অনুষ্ঠিত হলো দুই বরেণ্য সাহিত্যিকের দুটি কালজয়ী সাহিত্যকর্ম নিয়ে বিশেষ আলোচনা সভা। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ফরাসি-আলজেরিয়ান লেখক আলবেয়ার কাম্যু’র উপন্যাস ‘দ্য স্ট্রেঞ্জার’ এবং বাংলা সাহিত্যের কিংবদন্তি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথ তান্ত্রিক সমগ্র’।


সেপাল টাওয়ারের রিডিং ক্যাফেতে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণকারীরা গভীরভাবে বিশ্লেষণ করেন কাম্যু’র ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাসটি। উপন্যাসটির মূল চরিত্র মেরসোল্ট-এর নিস্পৃহ আচরণ, সমাজের প্রচলিত নৈতিকতা থেকে বিচ্যুতি এবং অস্তিত্ববাদী দর্শন পাঠকদের মাঝে চিন্তার এক নতুন দ্বার খুলে দেয়। আলোচনায় অংশগ্রহণকারীরা মত দেন— “বিদেশি সাহিত্য হলেও উপন্যাসটির অনেক ভাবনার সাদৃশ্য আমাদের জীবন বাস্তবতার সঙ্গেও মিলে যায়।” কাম্যুর লেখার মাধ্যমে জীবনের অর্থহীনতা, মানুষের নিঃসঙ্গতা এবং সমাজে গ্রহণযোগ্যতার ধারণা নিয়ে গভীর ভাবনা তৈরি হয়।


অনিক টাওয়ারে অনুষ্ঠিত পৃথক সেশনে আলোচনার বিষয় ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত ‘তারানাথ তান্ত্রিক’ সিরিজ। পাঠকদের দৃষ্টি কেড়েছে লেখকের কল্পনা ও বাস্তবতার নিখুঁত মিশ্রণ। আলোচনায় উঠে আসে— তারানাথ চরিত্রের জটিলতা, তান্ত্রিক অভিজ্ঞতার বর্ণনা, অতিপ্রাকৃত ঘটনা এবং এর পেছনে লুকিয়ে থাকা মানুষের মানসিকতা ও বিশ্বাসব্যবস্থার বিশ্লেষণ। পাশাপাশি আলোচিত হয় সমাজে প্রচলিত কুসংস্কার, ভীতি ও ট্যাবুগুলো, যেগুলো আজও বিদ্যমান এবং বিভূতিভূষণ যেগুলো গল্পের মাধ্যমে নতুন আলোকে তুলে ধরেছেন।


ব্র্যাক ব্যাংক বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও চুয়াডাঙ্গায় চারটি রিডিং ক্যাফে পরিচালনা করছে। ব্যাংকটির লক্ষ্য— সহকর্মীদের মধ্যে সাহিত্যচর্চার মাধ্যমে বিশ্লেষণী ক্ষমতা, চিন্তাশক্তি এবং আজীবন শেখার অভ্যাস গড়ে তোলা। পেশাগত ব্যস্ততার বাইরে জ্ঞানচর্চা ও সাহিত্য অনুরাগীদের মধ্যে বই পড়া ও মতবিনিময়ের একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে এসব রিডিং ক্যাফে।


এই ধরণের সাহিত্য-আলোচনা শুধু জ্ঞানের পরিধি বাড়ায় না, বরং সহকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক, গভীর চিন্তাভাবনা এবং সংস্কৃতির প্রতি ভালোবাসাও সঞ্চার করে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!