ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

আইসিএসবির কাউন্সিল সদস্য নির্বাচিত এম নূরুল আলমকে প্রিমিয়ার ব্যাংকের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৫:৫৭ পিএম আইসিএসবির কাউন্সিল সদস্য নির্বাচিত এম নূরুল আলমকে প্রিমিয়ার ব্যাংকের শুভেচ্ছা

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবির) নবনির্বাচিত কাউন্সিল সদস্য এম নূরুল আলম, এফসিএস-কে অভিনন্দন জানিয়েছেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। তিনি প্রিমিয়ার ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই উপলক্ষে ব্যাংকের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ, এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটি এম নূরুল আলমকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “আইসিএসবির উন্নয়ন ও সমৃদ্ধিতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা তার সফলতা ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি।”

কালের সমাজ//র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!