ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ওয়ালটন কম্পিউটারের ‘ডাবল ধামাকা’ অফার: নিশ্চিত উপহার, ডিসকাউন্ট ও ই-বাইক জেতার সুযোগ

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৩:৪৭ পিএম ওয়ালটন কম্পিউটারের ‘ডাবল ধামাকা’ অফার: নিশ্চিত উপহার, ডিসকাউন্ট ও ই-বাইক জেতার সুযোগ

ওয়ালটন কম্পিউটার ডাবল ধামাকা অফার শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার ও স্পিকার কিনলেই পাচ্ছেন নিশ্চিত উপহার। পাশাপাশি অন্যান্য কম্পিউটার এক্সেসরিজে থাকছে ৫০% পর্যন্ত মূল্যছাড়।

বিশেষ আকর্ষণ হিসেবে প্রতি মাসে একাধিক ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক জেতার সুযোগও রয়েছে। অফারটি ওয়ালটন প্লাজা, অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত ডিলার আউটলেট থেকে চলতি বছরের শেষদিন পর্যন্ত উপভোগ করা যাবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদিল হোসেন নোবেল, এক্সেনটেকের এমডি ও সিইও। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আদিল হোসেন নোবেল অনুষ্ঠানে বলেন, “ওয়ালটন বিশ্বের একটি পরিচিত ব্র্যান্ড। বাংলাদেশে তৈরি উন্নত প্রযুক্তি ও পণ্যকে ছড়িয়ে দেয়ার দায়িত্ব পালন করছে ওয়ালটন। আমরা আশা করি, ওয়ালটনের প্রযুক্তিপণ্য বিশ্বের বাজারে বাংলাদেশকে মর্যাদার আসনে পৌঁছে দেবে।”

ওয়ালটনের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “ক্রেতাদের সুবিধার্থে আগে এক্সক্লুসিভ ও এক্সচেঞ্জ অফার চালু করা হয়েছিল। এবার ডাবল ধামাকা অফারের মাধ্যমে ক্রেতারা কম্পিউটার পণ্য বা এক্সেসরিজ কিনলে নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। একই সঙ্গে প্রতি মাসে ইলেকট্রিক বাইক জেতার সুযোগ থাকবে। এটি বাংলাদেশের আইটি পণ্যে প্রথম এই ধরনের অফার।”

ওয়ালটন ডিজি-টেক দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানিকারী প্রতিষ্ঠান। বর্তমানে তারা ৪৪ ধরনের আইটি ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাত করছে, যার মধ্যে রয়েছে ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাব, প্রজেক্টর, প্রিন্টার, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, ইলেকট্রিক বাইক, স্মার্ট ওয়াচ, ইউপিএস, সিসিটিভি, কিবোর্ড, মাউস ও অন্যান্য এক্সেসরিজ।

কালের সমাজ//র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!