ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্স সম্পন্ন, প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:০৩ পিএম অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্স সম্পন্ন, প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই)-এ ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্স শেষ করেছেন সিনিয়র অফিসারদের দুটি ব্যাচ। সমাপনী দিনে (২৯ সেপ্টেম্বর ২০২৫) প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন এবিটিআইয়ের পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিম।

১৬৬তম ও ১৬৭তম ব্যাচের মোট ৭৪ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নেন, যারা ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে মনোনীত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম তরুণ কর্মকর্তাদের সততা, নৈতিকতা ও নিষ্ঠার সঙ্গে ব্যাংকিং পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

কালের সমাজ // র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!