ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

বাংলাদেশ ক্লিন এনার্জি উইক ২০২৫-এ সুপারষ্টার সোলারের বহুমুখী স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:৫২ পিএম বাংলাদেশ ক্লিন এনার্জি উইক ২০২৫-এ সুপারষ্টার সোলারের বহুমুখী স্বীকৃতি

নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান সুপারষ্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড (SSREL), যা সাধারণত সুপারষ্টার সোলার নামে পরিচিত, বাংলাদেশ ক্লিন এনার্জি উইক ২০২৫-এ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। এই স্বীকৃতির মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করেছে যে, বাংলাদেশে পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি ব্যবস্থার বিকাশে তারা একজন গুরুত্বপূর্ণ পথিকৃৎ।

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং ক্লিন টেক উদ্ভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনের মূল আলোচ্য বিষয় ছিল নবায়নযোগ্য জ্বালানির উদ্ভাবন, নীতি ও বিনিয়োগ। এখানে সুপারষ্টার সোলারের উদ্ভাবনী কাজ, নেতৃত্ব ও দলগত সাফল্য বিশেষভাবে স্বীকৃতি পায়।

অর্জিত পুরস্কারগুলো হলো:

  • বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড – কোম্পানির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শেখ তোফায়েল আহমেদকে বাংলাদেশের ক্লিন এনার্জি ট্রানজিশন ত্বরান্বিত করার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে।

  • বাংলাদেশ সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড – বিজনেস হেড ও জিএম মো. আরিফুল ইসলামকে টেকসই কার্যক্রম ও পরিবেশ রক্ষায় দূরদর্শী নেতৃত্ব প্রদানের জন্য পুরস্কৃত করা হয়েছে।

  • হাইব্রিড প্রজেক্ট অ্যাওয়ার্ড – ম্যানেজার, প্রজেক্ট সেলস ইমরান হোসেন চঞ্চল ও তার দলকে সুপারষ্টার সোলারের হাইব্রিড প্রজেক্টের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি উদ্ভাবনী, সম্প্রসারণযোগ্য এবং সামাজিক ও জলবায়ুগত ইতিবাচক প্রভাবের কারণে গেম-চেঞ্জার প্রকল্প হিসেবে বিবেচিত হয়েছে।

  • সেরা মার্কেটিং টিম (টিম এক্সিলেন্স) – হেড অব মার্কেটিং মো. হোসেন শাহনেওয়াজের নেতৃত্বে কোম্পানির মার্কেটিং টিমকে সৃজনশীল প্রচারণা, দলগত সাফল্য এবং খাতে রূপান্তরমূলক প্রভাব রাখার জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

জিএম ও বিজনেস হেড মো. আরিফুল ইসলাম বলেন, “প্রতিটি সম্মান আমাদের আরও উদ্ভাবনী হতে, কমিউনিটিকে ক্ষমতায়ন করতে এবং টেকসই বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নতুন উদ্যমে কাজ করতে উদ্বুদ্ধ করছে।”

সুপারষ্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড (SSREL) ১৩ বছর ধরে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করছে এবং এটি সুপারষ্টার গ্রুপ (SSG)-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। দেশজুড়ে বিভিন্ন সোলার সমাধান দিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে।

কালের সমাজ // র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!