ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের "এজেন্ট মিটআপ ২০২৫" অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:৩৭ পিএম নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের

মাঠ পর্যায়ে সম্পৃক্ততা বাড়ানো ও আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে নীলফামারী অঞ্চলের জন্য ব্র্যাক ব্যাংক আয়োজন করেছে “এজেন্ট মিটআপ ২০২৫”। গত ২০ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার এজেন্ট ব্যাংকিং পার্টনাররা।

দিনব্যাপী এই কর্মসূচিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের হালনাগাদ তথ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এজেন্ট ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে মতবিনিময়ের একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠানটি কাজ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন এবং যুগ্ম পরিচালক পনিয়াকী রঞ্জন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহমান, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান, আঞ্চলিক প্রধান, ব্রাঞ্চ ম্যানেজার, এসএমই ব্যাংকিং প্রতিনিধি ও এজেন্ট ব্যাংকিং টিমের অন্যান্য সদস্যরা।

এসময় মাঠ পর্যায়ে অসাধারণ অবদান রাখা সেরা এজেন্টদের ডায়মন্ড, প্লাটিনাম ও গোল্ড ক্যাটাগরিতে পুরস্কার ও স্বীকৃতি দেওয়া হয়।

বক্তব্যে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজমুর রহমান বলেন, “শহরকেন্দ্রিক প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজেন্ট মিটআপের মতো আয়োজনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের অঙ্গীকারকে আমরা পুনর্ব্যক্ত করছি।”

বর্তমানে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা নিরাপদ ও সহজ উপায়ে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা, ঋণ গ্রহণ এবং রেমিট্যান্স উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাচ্ছেন।

কালের সমাজ // র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!