ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কে রেকর্ড ৮,৫০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি

কালের সমাজ | কালের সজাম ডেস্ক জুলাই ১৫, ২০২৫, ০৫:৩০ পিএম ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কে রেকর্ড ৮,৫০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি

২০২৫ সালের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কে রেকর্ড ৮,৫০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ধারাবাহিকভাবে আমানত সংগ্রহে এই অভাবনীয় সাফল্য ব্যাংকটির টেকসই কার্যক্রম এবং গ্রাহকের আস্থার সুস্পষ্ট প্রতিফলন।


বিগত কয়েক বছর ধরে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে উল্লেখযোগ্য ডিপোজিট প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি বছরের এই মাইলফলক ব্যাংকিং খাতে একটি নতুন বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত হচ্ছে।


এ সাফল্য উদযাপন উপলক্ষে ১৫ জুলাই ঢাকায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুনসহ ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল ও ক্লাস্টার হেড এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ।


অনুষ্ঠানে গ্রাহককেন্দ্রিক ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “গ্রাহকের সঙ্গে আস্থার সম্পর্ক আমাদের আমানত সংগ্রহের মূল চালিকাশক্তি। আমরা বিশ্বাস করি, ২০২৫ সালের বাকি সময় এবং ভবিষ্যতেও এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।”


ব্র্যাক ব্যাংক মনে করে, সুশাসন, কার্যকর ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবায় অঙ্গীকারই ব্যাংকিং খাতে তাদের এই সাফল্যের ভিত্তি তৈরি করেছে।


কারের সমাজ//র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!