শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি এবং হোম ফার্নিশিং খাতের অগ্রণী প্রতিষ্ঠান হাতিল কমপ্লেক্স লিমিটেডের মধ্যে পেরোল ও ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গেলো সপ্তাহে গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে হাতিল কমপ্লেক্স তাদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রাইম ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করবে।
চুক্তি অনুযায়ী, হাতিল-এর কর্মীরা প্রাইম ব্যাংকের প্রেফারেনশিয়াল ব্যাংকিং সুবিধাসহ কার্ড, লোন এবং অন্যান্য ডিজিটাল ব্যাংকিং সল্যুশন উপভোগ করতে পারবেন। একইসাথে, প্রতিষ্ঠানটি করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের আধুনিক ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা গ্রহণ করবে, যা খরচ ও সময় সাশ্রয়ের পাশাপাশি নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করবে।
প্রাইম ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং হাতিল কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, ইভিপি মোহাম্মাদ সালাউদ্দিন হাজারি, এসভিপি মো. রাশেদুল হোসেন, ভিপি হাসিনা ফেরদৌস, এসএভিপি মো. আবুল হাসনাত রানা, এসইও ফাহিমা নাসরিন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুশফিক আহমেদ ফাহিম, রিলেশনশিপ ম্যানেজার ফারজানা জিতুসহ প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তিটি দুই প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :