আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়রায় প্রচারণা শুরু করেছেন খুলনা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিনিয়র সাংবাদিক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্ট আমিরুল ইসলাম কাগজী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে তিনি কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার সহ স্থানীয় বিভিন্ন বাজার ও এলাকায় রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখার লিফলেট বিতরণ করেন। এ সময় আমিরুল ইসলাম কাগজী বিএনপির নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় মাঠে ছিল, আছে এবং ভবিষাৎেও থাকবে। আমি মনোনয়ন পেলে অবহেলিত কয়রার-পাইকগাছার উন্নয়নে ও জনগণের পাশে থেকে কাজ করব।
তিনি আরও বলেন, যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের সাথে নিয়ে বিএনপি ধানের শীষ প্রতীক কে বিজয়ী করবো ইনশাল্লাহ। আপনারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান যানান তিনি।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিন বেদকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আ্যঃড মন্জুর আলম নান্নুু,সাবেক সংগঠনিক সম্পাদক ও দক্ষিন বেদকাশী ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ওসমান গনি খোকন, বিএনপি নেতা মোল্ল্যা মাকসুদুল আলম, মোহাসিন গাজী, কৃষকদল নেতা আলতাফ হোসেন মিন্টু, কয়রা উপজেলা ছাত্রলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান,থানা সেচ্ছাসেবক দল সদস্য মিঠুন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি জহুরুল ইসলাম মিঠু, সাধারন সম্পাদক মাসুদুর রহমান, সাবেক ছাত্রদল সভাপতি আশরাফুল ইসলাম, শিমুল ফারুক,রোকনুজ্জামান, সাইদ শেখ, দক্ষিন বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক ইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মুসাইব হোসেন, প্রমুখ।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :