ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

ঢাকায় সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:৩৩ পিএম ঢাকায় সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

রাজধানীর ইস্কাটন এলাকা থেকে পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে গত ২৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জনস্বার্থে নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তবে প্রজ্ঞাপনে বলা হয়, তিনি অবসরের সকল সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ জুলাই নাহিদুল ইসলাম ডিআইজি পদে পদোন্নতি পান। সে সময় তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং পরবর্তীতেও ওই পদেই বহাল থাকেন। এর আগে তিনি খুলনা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!