ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

২১ সেপ্টেম্বরের মধ্যে বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদন জমার নির্দেশ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৩:৩০ পিএম ২১ সেপ্টেম্বরের মধ্যে বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদন জমার নির্দেশ

সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২০০৯ সাল থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত যেসব কর্মকর্তা বৈষম্যের শিকার হয়েছেন, শুধুমাত্র তাঁরাই আবেদন করার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যের শিকার কর্মকর্তাদের মূল আবেদনপত্র আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!