ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সন্ধ্যায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা করবে কমিশন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:৩৮ পিএম সন্ধ্যায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা করবে কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল প্রকাশে চলমান নাটকীয়তার অবসান ঘটালেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। তিনি জানিয়েছেন, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে প্রক্টর ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, দুপুর আড়াইটার মধ্যেই ফল প্রকাশ করা হবে। তিনি বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। আমাদের অভিজ্ঞতা সীমিত হলেও সার্বিকভাবে সবার সহযোগিতা পেয়েছি। আশা করছি দেরি হবে না।”

নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহিও দুপুরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাত সোয়া ১০টা থেকে শুরু হয় গণনা, যা এখনও চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭–৬৮ শতাংশ ভোট পড়েছে।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে লড়েছেন ৯ জন এবং জিএস পদে ৮ জন। তবে ছাত্রীদের ১০টি হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিল না, আর ৬৭ পদে একক প্রার্থী থাকায় ভোট হয়নি। মাত্র ২৪টি পদে ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া ২১টি হলে দু’টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অপেক্ষা ও কৌতূহল তৈরি হলেও সন্ধ্যায় তা প্রকাশের মাধ্যমে জল্পনার অবসান ঘটতে যাচ্ছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!