ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
জাকসু নির্বাচন

জাকসু নির্বাচন: ফল ঘোষণার সময় জানাল কমিশন

কালের সমাজ | কালের সমাজ ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:০৬ পিএম জাকসু নির্বাচন: ফল ঘোষণার সময় জানাল কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখনও ফল প্রকাশ হয়নি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তবে কয়েকটি হলে নির্ধারিত সময়ের পরও ভোটগ্রহণ শেষ হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ভোট গণনা শেষ না হওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে।

ভোট গণনা ও ফল ঘোষণা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম গণমাধ্যমকে জানান, প্রাথমিক কিছু জটিলতা কাটিয়ে এখন ভোট গণনার কাজ দ্রুত এগোচ্ছে।

তিনি বলেন, “আমরা আশা করছি বিকেলের মধ্যে হলভিত্তিক ভোট গণনা শেষ করতে পারব। রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ ফলাফল গণনা শেষ করে বেসরকারিভাবে ঘোষণা করা হবে।”

তিনি আরও জানান, যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনায় আগে থেকে সবার পর্যাপ্ত অভিজ্ঞতা ছিল না, তাই শুরুতে কাজ ধীরগতিতে এগিয়েছে। পরে ভোট গণনার গতি বাড়ে। শুরুতে সিনেট ভবনে পাঁচটি টেবিলে ভোট গণনা শুরু হলেও শুক্রবার সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়েছে। প্রতিটি টেবিলেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার রাতে অনেক হলে পোলিং কর্মকর্তা উপস্থিত থাকলেও পোলিং এজেন্ট অনুপস্থিত ছিলেন। অথচ ব্যালট বাক্স খোলা ও হিসাব করার সময় পোলিং এজেন্ট ও রিটার্নিং কর্মকর্তার উপস্থিতি থাকা বাধ্যতামূলক।

এর আগে কমিশন জানিয়েছিল, শুক্রবার দুপুর নাগাদ ফল ঘোষণা করা সম্ভব হবে। তবে বর্তমানে তা রাতের দিকে প্রকাশ করার প্রস্তুতি চলছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!