ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু।
বিজিবি সূত্রে জানা গেছে, আটকের পর বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক জানান, শুক্রবার দুপুরে ভারতের উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাঁদের আটক করে বিএসএফ। যাচাই–বাছাই শেষে প্রত্যেককে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন:
১। কদবানু বেগম (৪৬), পিতা: মো. সোলায়মান গাজী, রাঙ্গামাটি
২। ইসরাফিল হুসাইন (১৬), পিতা: মো. ইসমাইল গাজী, রাঙ্গামাটি
৩। মো. মাহফুজ গাজী (২৯), পিতা: মো. হোসেন গাজী, সাতক্ষীরা
৪। রিতা বৈদ্য (২৭), পিতা: ভীষণ নাথ বৈদ্য, বাগেরহাট
৫। রাজ বিশ্বাস (১২), পিতা: তরুন বিশ্বাস, বাগেরহাট
৬। মো. আলী আশিক স্বাধীন (২৫), পিতা: মো. আলী আকবর, গাজীপুর
৭। সোলান কান্তি দেব (৪৫), পিতা: অমূল্য রঞ্জন দেব, চট্টগ্রাম
৮। বেবী রানী পাল (৩৪), পিতা: বিনোদ বিহারী পাল, চট্টগ্রাম
৯। লক্ষী দেব (০৮), পিতা: সোলান কান্তি দেব, চট্টগ্রাম
১০। হারী প্রেম (০৬), পিতা: সোলান কান্তি দেব, চট্টগ্রাম
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :