ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা ৩ দিনের ছুটি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৩:১৫ পিএম দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা ৩ দিনের ছুটি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করবেন। বিজয়া দশমী উপলক্ষে আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার যুক্ত হওয়ায় মোট তিন দিনের টানা ছুটি মিলবে।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও দীর্ঘ হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিন ছুটি থাকবে। এর মধ্যে শারদীয় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত।

স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য বাড়তি সুবিধা হলো ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটিও যোগ হওয়ায় আরও দুই দিন বেশি ছুটি মিলছে। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির সময়সূচি তাদের নিজস্ব সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!