সিরাজগঞ্জের কাশিয়াহাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৩৫) নামে এক মুদি দোকানদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা চারজন যাত্রী।
শুক্রবা সকাল ৮ টার দিকে কাশিয়াহাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি বগুড়া-নগরবাড়ী মহাসড়ক হয়ে দ্রুতগামী অবস্থায় কাশিয়াহাটা বাজারে প্রবেশ করে। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি সোজা গিয়ে একটি মুদি দোকানে ঢুকে পড়ে।
এসময় দোকানের ভেতরে থাকা দোকানদার আমির হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহত চারজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠান। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহত আমির হোসেন স্থানীয়ভাবে একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ওই বাজারে মুদি দোকান চালিয়ে আসছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :