গত শনিবার বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ শহরের কড্ডা রোড এলাকায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঔশর ও নিরব নামে দুই যুবক গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে তারা কড্ডা রোড হয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় একটি কুকুর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তারা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুজনের মধ্যে ঔশরের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। অন্যদিকে নিরবের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।
আহতদের বাড়ি সিরাজগঞ্জ সার্কিট হাউজের সামনে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কড্ডা রোড এলাকায় কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে।
কালের সমাজ/ সাএ
আপনার মতামত লিখুন :