ঝিনাইদহে সূর্যের হাসি ক্লিনিকে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হামদহে অবস্থিত ক্লিনিক চত্বরে এ আয়োজন করা হয়।
সভায় অংশ নেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. মোজাম্মেল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, সূর্যের হাসির প্রধান কার্যালয়ের ক্লিনিক্যাল সার্ভিসেস জেনারেল ম্যানেজার ডা. নকুল কুমার বিশ্বাস, অপারেশনস জেনারেল ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আশরাফুল কাদের (অব.), মার্কেটিংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার গাজী মোহাম্মদ তানভীর মোস্তাফা এবং অন্যান্য কর্মকর্তারা। এছাড়া ঝিনাইদহ ক্লিনিক ম্যানেজার মো. ইমতিয়াজ উদ্দিন ও বিশিষ্ট সমাজসেবক জাহিদ বিশ্বাসও উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, “সূর্যের হাসি ক্লিনিক সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে।”
পরে তারা ক্লিনিকের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং আধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশে পরিচালিত স্বাস্থ্যসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ক্লিনিক থেকে সাধারণ মানুষ মানসম্মত সেবা পাবেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :