ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৩৭ এএম বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশে টানা কয়েক দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা ও গুমোট আবহাওয়া বিরাজ করবে, সঙ্গে থাকবে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে গত দুই দিন ধরে সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে এবং আগামী পাঁচ দিন তা অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, “লঘুচাপ তৈরি হলে আশপাশের এলাকা থেকে বাতাস ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এতে বাতাসের আর্দ্রতা ও জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি বাড়ায়। সাধারণত বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এ ধরনের লঘুচাপ বেশি তৈরি হয়, যার ফলে কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত হয়ে থাকে।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!