টানা ব্যর্থতার পর অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। শেষ তিন ম্যাচে রানশূন্যতার বৃত্তে ঘুরপাক খেলেও সিলেটের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক ফিফটি তুলে নিলেন তিনি। সেই সঙ্গে সাইফ হাসানের ঝোড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ ৩৯ বল হাতে রেখেই ৮ উইকেটে বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছে।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইঙ্গিত দিয়েছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। প্রথম তিন বলে চার-চার-ছক্কায় ঝড় তুললেও বেশি দূর যেতে পারেননি, থামেন ১৫ রানে। এরপর লিটন দাস ও তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের জুটি দলকে এগিয়ে নেয়। তারা গড়েন ৬৬ রানের জুটি। তবে ছক্কা মারতে গিয়ে ২৯ রানে আউট হন তানজিদ।
সেখান থেকে লিটনের সঙ্গে যোগ দেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সাইফ হাসান। সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করলেন তিনি। বিক্রমজিৎ সিংয়ের এক ওভারেই টানা দুই ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত সাইফ অপরাজিত থাকেন ৩৬ রানে, যেখানে ছিল ৩ ছক্কা ও ১ চার। অন্যদিকে লিটন খেলেন ৫৪ রানের অপরাজিত ইনিংস, যা তার ক্যারিয়ারের ১৩তম ফিফটি।
আজকের ফিফটির মাধ্যমে লিটন ছুঁয়ে ফেলেছেন সাকিব আল হাসানের রেকর্ড—টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির তালিকায় দুজনই এখন যৌথভাবে শীর্ষে (১৩টি করে)। তার ৩৩ বলের ইনিংসে আসে ৬ চার ও ২ ছক্কা।
এর আগে বাংলাদেশের বোলিং আক্রমণ সামলাতেই হিমশিম খেয়েছে নেদারল্যান্ডস। তাসকিন আহমেদের গতির ঝড় সামলাতে ব্যর্থ হয়ে তারা নির্ধারিত ওভারে থামে ৮ উইকেটে ১৩৬ রানে। ইনিংসে তাসকিন একাই তুলে নেন ৪ উইকেট, যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় চার উইকেট শিকার। খরচ করেছেন মাত্র ২৮ রান।
সিরিজ শুরুর এই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ এখন তাকিয়ে আছে পরবর্তী ম্যাচে আরও একবার জয় তুলে নেওয়ার দিকে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :