ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

কালের সমাজ | স্পোর্টস ডেস্ক আগস্ট ১০, ২০২৫, ১০:৩৮ এএম ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে একটি বাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৯ আগস্ট) মিরপুরে বিকেল ৩টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলা বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলামসহ কয়েকজন পরিচালক অনলাইনে যুক্ত ছিলেন।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান জানান, ঋতুপর্ণার গ্রামের বাড়িটি নতুন করে নির্মাণ করবে বোর্ড। ইতোমধ্যে রাঙামাটি জেলার স্থানীয় প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় উপকরণ চূড়ান্ত করা হয়েছে। প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করবে বিসিবি।

গত মাসে মেয়েদের এশিয়া কাপের বাছাই পর্ব পেরিয়ে প্রথমবারের মতো মূল পর্বে উঠতে অসাধারণ পারফরম্যান্স করেন ঋতুপর্ণা। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই বাড়ি উপহার দেওয়া হচ্ছে।

সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের জন্য আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে নীতিগতভাবে নিয়োগের সিদ্ধান্ত নেয় বিসিবি। প্রতিষ্ঠানটি বিপিএলের এক মৌসুমের জন্য সবচেয়ে কম প্রস্তাব দিলেও বোর্ড আরও দর-কষাকষি করে খরচ কমানোর চেষ্টা করছে। প্রয়োজনে লভ্যাংশ থেকে অংশ দেওয়ার কথাও বিবেচনা করছে বিসিবি।

এছাড়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের সংস্করণে ময়মনসিংহ বিভাগকে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তবে চলতি টি-টোয়েন্টি সূচিতে সময় না থাকায় তারা পরবর্তী চার দিনের আসরে অংশ নেবে।

এদিন কিউরেটর টনি হেমিং, পাওয়ার হিটিং কোচ জুলিয়ন উড এবং আইসিসির সাবেক দুর্নীতিবিরোধী কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বিসিবি। পাশাপাশি নাজমুল হাসানের বোর্ড অনুমোদিত আঞ্চলিক ক্রিকেট কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!