ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

এনবিআরের ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তা বদলি

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৮:০৮ পিএম এনবিআরের ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তা বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার ৫৫৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। দুইটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি কার্যকর করা হয়েছে।

কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের স্বাক্ষরিত প্রথম প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। অপর প্রজ্ঞাপনে আরও ৯৬ জন কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয় নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) এনবিআর ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছিল। গত কয়েক মাস ধরে এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপক রদবদল চলছে।

এছাড়াও, এনবিআর বিলুপ্তি আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ প্রসঙ্গে, মানিল্ডারিংয়ের অভিযোগে গাজীপুর কর অঞ্চলের সার্কেল ৪-এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এনবিআরের বিভিন্ন দফতরে চলমান রদবদলের মাধ্যমে কার্যক্রমে স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষা করার লক্ষ্য প্রকাশ করা হয়েছে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!