ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

বীমা গ্রাহকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করল সোনালী লাইফ

কালের সমাজ | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৩:৩৬ পিএম বীমা গ্রাহকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করল সোনালী লাইফ

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বীমা গ্রাহকরা এখন থেকে বীমা সুবিধার পাশাপাশি ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) টেলিমেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশ–এর সঙ্গে সোনালী লাইফের একটি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এ সেবা চালু হয়।

রাজধানীতে সোনালী লাইফের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিআইও হাসিব রেজা, এএমডি এমদাদুল হক সাহিলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় সোনালী লাইফের গ্রাহক ও কর্মীরা মিলভিকের টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি মিলভিক তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সোনালী লাইফের বিভিন্ন পরিকল্পনা দ্রুত ও সহজে গ্রাহকের কাছে পৌঁছে দেবে।

সোনালী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “গ্রাহকদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে গ্রাহকরা স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা একসঙ্গেই সহজভাবে উপভোগ করতে পারবেন। এটি সোনালী লাইফের ডিজিটাল রূপান্তরের পথে এক বড় পদক্ষেপ।”

অন্যদিকে মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, “সোনালী লাইফের সঙ্গে এ অংশীদারিত্ব আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে গ্রাহকরা মানসম্মত টেলিমেডিসিন সেবা পাওয়ার পাশাপাশি আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে বীমা সুবিধা নিতে পারবেন।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!