আবুধাবিতে আজ (১৬ সেপ্টেম্বর) এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই—টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
পরিসংখ্যানে দেখা যায়, টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দল এখনও ১২বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আফগানিস্তান জয় পেয়েছে ৭ বার, বাংলাদেশ ৫ বার। ২০১৪ সালে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের কাছে হেরেছিল টাইগাররা।
ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও নজরকাড়া কিছু রয়েছে। লিটন দাস মাত্র ২৭ রান করলে দেশের সর্বকালের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক সাকিব আল হাসানকে (২,৫৫১) ছাড়িয়ে যাবেন। দুই দলের লড়াইয়ে লিটন দাসই সবচেয়ে সফল ব্যাটসম্যান, ১০ ম্যাচে দুই অর্ধশতকসহ ২২৭ রান করেছেন, স্ট্রাইক রেট ১০৯.৬৬।
আফগানিস্তানের অভিজ্ঞ মোহাম্মদ নবী বাংলাদেশের বিপক্ষে ১২ ম্যাচ খেলেছেন, মোট ২২০ রান সংগ্রহ করেছেন, স্ট্রাইক রেট ১১৮.২৭। রশিদ খান দুই দলের লড়াইয়ে সবচেয়ে বড় হুমকি, ১১ ম্যাচে ২২ উইকেট শিকার করেছেন, গড় ১০.৫৪ ও ইকোনমি মাত্র ৫.৫২।
এই পরিসংখ্যানের আলোকে আজকের ম্যাচে লিটন দাসের ব্যাটিং ও রশিদ খানের বল বাংলাদেশ ও আফগানিস্তানের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :