ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

দাম যাচাই করেই এলএনজি আমদানি হচ্ছে : অর্থ উপদেষ্টা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৬:১০ পিএম দাম যাচাই করেই এলএনজি আমদানি হচ্ছে : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হচ্ছে দাম যাচাইয়ের ভিত্তিতেই, কোনো ব্যক্তিগত পরিচয়ের কারণে নয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদি জ্বালানি আমদানি চুক্তি করা হয়েছে। এর আওতায় এক্সিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে প্রায় ১ লাখ কোটি টাকার এলএনজি বাংলাদেশে সরবরাহ করবে। তিনি আরও জানান, ঢাকায় দায়িত্ব শেষ করার পর সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রতিষ্ঠানটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে যুক্ত হলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্পূর্ণ বাণিজ্যিক বিবেচনায়।

পণ্য আমদানির বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, “আমরা এখন তুলনামূলক স্বস্তিকর অবস্থায় আছি। কিছু পণ্যে যেমন গমে খরচ কিছুটা বাড়তে পারে। তবে মান ভালো এবং ঘাটতি পূরণ সম্ভব হবে। ভোক্তাদের ওপর বাড়তি চাপ পড়বে না। সরকার ইতোমধ্যে মূল্য নিয়ন্ত্রণ ও ভর্তুকি দিয়ে দিচ্ছে।”

ট্যাক্স ব্যবস্থা সহজ করার উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। অর্থ উপদেষ্টার ভাষায়, “বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ সীমিত থাকা একটি বড় চ্যালেঞ্জ। ব্যবসার গতি কমলে তার প্রভাব পড়ে। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। ট্যাক্স ব্যবস্থা সহজ করা হচ্ছে, যাতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করা যায়।”

তিনি জানান, বিদ্যুৎ উপকেন্দ্র, সার ও এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কাজ চলছে এবং কর রাজস্বও স্থিতিশীল অবস্থায় রয়েছে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!