ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের বিরোধিতায় ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। সকাল থেকে ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল সচল থাকলেও, এলাকাজুড়ে বিরাজ করছে টানটান পরিস্থিতি।
সকালে পুখুরিয়া এলাকায় অল্পসংখ্যক মানুষ অবরোধে নামতে চাইলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। ফলে বড় কোনো বিঘ্ন ঘটেনি।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক সাফুর আহমেদ জানান, ট্রেন চলাচলেও কোনো বাধা সৃষ্টি হয়নি। ভাঙ্গা হয়ে নকশিকাঁথা কমিউটার, জাহানাবাদ এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস নির্ধারিত সময়েই চলাচল করেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। সকালে স্থানীয়রা মহাসড়কে বসার চেষ্টা করলেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
এদিকে কয়েকজন আন্দোলনকারী দাবি করেছেন, “আমাদের আন্দোলন ন্যায্য। আলগী ও হামিরদী ভাঙ্গার অংশ ছিল, থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।” তারা আরও বলেন, “প্রয়োজনে মহাসড়কেই রাত কাটাবো। আমরা শান্তিপ্রিয়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব।”
এলাকাবাসীর অনেকেই জানিয়েছেন, এখনো তারা আতঙ্কে রয়েছেন। হামিরদী ও আলগী এলাকার বাজার ও দোকানপাট আংশিক খোলা আছে। গত রাতেও অনেক পরিবার নিজেদের ঘরে না থেকে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের গেজেটে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে গত রোববার থেকে অবরোধে নেমেছে স্থানীয়রা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :