আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ কে ঘিরে সাতক্ষীরায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেছেন, পূজামণ্ডপে কোনো ধরনের অপপ্রচার, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি বা সরাসরি বিশৃঙ্খলার চেষ্টা করা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার নিজেই। এসময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, জঙ্গিবাদ, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমনসহ সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পুলিশ সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে।
তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সকল সম্প্রদায়ের সহযোগিতায় সম্প্রীতির পরিবেশ বজায় রাখাই এ সময় পুলিশের মূল লক্ষ্য হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হোসেন খানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :