রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রভাবশালী ব্যক্তি, মন্ত্রী-এমপি ও ক্ষমতাবানদের প্লট দিতে বন কেটে পূর্বাচল গড়ে তুলেছে বলে অভিযোগ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার মতে, এই সিদ্ধান্ত দেশের জন্য এক অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের আয়োজিত ‘একটি টেকসই জীবন : বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতির ওপর তাপের প্রভাব’ শীর্ষক প্রতিবেদনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, বন কেটে প্লট তৈরি করা হলেও সেসব প্লটের অনেকগুলোই এখনো অব্যবহৃত। ভবিষ্যতের নগর পরিকল্পনায় রাজউককে সঠিকভাবে দায়িত্ব নিতে হবে, নইলে ব্যবসায়ীরা বারবার নিজেদের স্বার্থে হস্তক্ষেপ করবে।
এদিকে বিশ্বব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। ঢাকার হিট ইনডেক্স জাতীয় গড়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি। শুধু ২০২৪ সালেই তাপজনিত কারণে প্রায় ২ কোটি ৫০ লাখ কর্মদিবস নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে ১.৭৮ বিলিয়ন ডলার— যা দেশের জিডিপির প্রায় ০.৪ শতাংশ।
বিশ্বব্যাংকের কর্মকর্তারা জানান, ক্রমবর্ধমান তাপমাত্রা সরাসরি স্বাস্থ্যঝুঁকি ও উৎপাদনশীলতা হ্রাসের সঙ্গে সম্পর্কিত। তবে সময়োপযোগী নীতি, সবুজায়ন বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত হলে এই সংকট মোকাবিলা করা সম্ভব।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :