ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

জি এম কাদের-পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা আবেদন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৬:৪৮ পিএম জি এম কাদের-পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা আবেদন

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন দায়ের হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার রমনা মডেল থানায় এ আবেদন জমা দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট।

তিনি বলেন, “জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। এতদিন আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। গতকাল ছাড়া পাওয়ার পর আজ মামলা করতে এসেছি।”

আবেদনে জি এম কাদেরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন মিলনসহ ১৮ জনকে নামীয় আসামি এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনটি রমনা মডেল থানার ওসির কাছে জমা দেওয়া হয়েছে। তিনি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন এবং যাচাই-বাছাই শেষে মামলাটি রেকর্ড করবেন বলে জানান সম্রাট।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নুরুল হক নুর ও রাশেদ খানসহ গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা আহত হন। পরে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!