ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জামায়াতের

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৪:৪৯ পিএম জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জামায়াতের

আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ তুলে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বর্তমান সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচারও দাবি করেছে দলটি।

পাঁচ দফা দাবিকে সামনে রেখে জামায়াত আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। পরদিন ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতের পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু।
৩. সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।
৪. সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

ডা. তাহের বলেন, “দেশের রাজনৈতিক সংকট সমাধানে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই জামায়াতে ইসলামী এই পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক সংকট সমাধানে জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। অন্যথায় জনগণের আত্মত্যাগ ব্যর্থতায় পর্যবসিত হবে। গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে জামায়াতসহ কয়েকটি ইসলামী দল নির্বাচনে পিআর পদ্ধতি চালুর দাবি জানিয়ে আসছে। তবে বিএনপি এ দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!