আওয়ামী লীগ জাতীয় নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, জনগণ এই ষড়যন্ত্র প্রতিহত করবে এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগ ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফখরুল এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ভারতে বসে শেখ হাসিনা যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং যেসব কর্মকাণ্ড করছেন, সেগুলো আওয়ামী লীগের জন্যই চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শেখ হাসিনা যদি ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে কিছু যোগ্য মানুষকে সামনে এনে নতুনভাবে রাজনীতি করার চেষ্টা করতেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
দলটির অভ্যন্তরীণ সমস্যার কথাও তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ এখন নিজেদের হাতেই নিজেদের ক্ষতি করছে।
এসময় দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ বিষয়ে বিএনপি আগেই অবস্থান জানিয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব হলো নিরপেক্ষতা বজায় রাখতে তাদের অপসারণ করা। অন্যথায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।
মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন হওয়া নিয়ে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। অন্যথায় দেশ ভয়াবহ সঙ্কটে পড়বে, আর সেই সঙ্কট থেকে জাতি পুনরুদ্ধার করতে পারবে কি না, তা নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :