ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ভোট গণনার সময় শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমিরের শোকবার্তা

কালের সমাজ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৩:৩৪ পিএম ভোট গণনার সময় শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমিরের শোকবার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। তিনি নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।

ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তার ফেসবুক পেজে শোকবার্তা জানান। তিনি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

তিনি আরও যোগ করেন, “আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী ও আপনজনদের ধৈর্য ধারণের শক্তি দিন। আমিন।”

চিকিৎসকের বরাত দিয়ে আর্কিওলজি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন জানান, সকালে দায়িত্ব পালনের উদ্দেশ্যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। দ্রুত তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কালের সমাজ//র.ন
 

Side banner
Link copied!