ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:১০ পিএম ১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয় বলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরুল হক নুর আপাতত গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না। চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন নুর। ওইদিন থেকে তিনি প্রথমে আইসিইউতে এবং পরে কেবিনে ভর্তি ছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!