ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ওয়ালটন আমেরিকায় রপ্তানি করছে সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৪:৩৭ পিএম ওয়ালটন আমেরিকায় রপ্তানি করছে সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড

বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন মাইলফলক স্পর্শ করলো ওয়ালটন। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন প্রথমবারের মতো আমেরিকায় রপ্তানি শুরু করেছে মাদারবোর্ড (পিসিবি ও পিসিবিএ), যা ব্যবহার হবে সিকিউরিটি এবং জরুরি উদ্ধার ব্যবস্থার অত্যাধুনিক ডিভাইসে।

ওয়ালটনের এই মাদারবোর্ড রপ্তানি প্রাথমিকভাবে আমেরিকার উইসকনসিন প্রদেশের সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের জন্য, যেখানে প্রায় ২,৫০০ পিস মাদারবোর্ড পাঠানো হবে। এটি প্রায় ২.৫ মিলিয়ন বাংলাদেশি টাকার সমমূল্য। মাদারবোর্ড ব্যবহার করে তৈরি সিকিউরিটি ডিভাইস মানুষকে অবৈধ শুটিং শনাক্ত, সতর্কীকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমে সহায়তা করবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে রপ্তানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তথ‍্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি এবং এক্সেনটেকের এমডি আদিল হোসেন নোবেল। আমেরিকার পক্ষ থেকে অনলাইনে যুক্ত ছিলেন সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের প্রেসিডেন্ট পল এল একারট।

ওয়ালটন করপোরেশনের চেয়ারম্যান এস এম রেজাউল আলম জানান, দেশে তৈরি এই পিসিবি ও পিসিবিএ উচ্চমানের প্রযুক্তি উপকরণ হিসেবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সুযোগ বাড়াচ্ছে। এছাড়া দেশের বাজারের চাহিদা মেটানো ছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, “যেখানে সিলিকন ভ্যালি আছে, সেখানে আমরা মাদারবোর্ড রপ্তানি করছি। এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক মাইলফলক।” সচিব শীষ হায়দার চৌধুরীও বলেন, “বিশ্বের উন্নত দেশ আমেরিকা বাংলাদেশ থেকে উন্নত প্রযুক্তি পণ্য আমদানি করছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।”

উল্লেখ্য, ওয়ালটন ইতোমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে পিসিবি ও পিসিবিএ রপ্তানি করেছে। দেশের প্রযুক্তি খাতে এই সাফল্য ওয়ালটনকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় আরও এগিয়ে দিচ্ছে। অনুষ্ঠানে ওয়ালটনের নতুন পরিবেশবান্ধব ই-বাইকও উন্মোচন করা হয়, যা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং নগর ও গ্রামীণ পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করবে।

কালের সমাজ//র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!